সয়াবিনের দাম নতুন করে নির্ধারণ করা হয়েছে। বোতলের সয়াবিনের দাম আগের চেয়ে বেড়েছে। তবে খোলা সয়াবিনের দাম কমিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। দাম ঘোষণার আগে ট্যারিফ কমিশন, বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক করে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
আমদানি মূল্য পর্যালোচনা করে সরকার একটি দাম বেঁধে দেবে বলে জানান তিনি।
জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধে কারণে তেলের দাম বাড়লে তার প্রভাবও পড়বে। এতে অন্যান্য জিনিসপত্রের দামও বাড়তে পারে বলে আশঙ্কা তার। বলেন, বর্তমান সরকার ভোক্তা বান্ধব, জনগণ বান্ধব, ব্যবসায়ী বান্ধব নয়।
তবে ব্যবাসায়ীরা ব্যবসা যাতে সহজভাবে করতে পারে সরকার সে ব্যবস্থা করবে। সারাবছর টিসিবি পণ্যের যাতে নিরবচ্ছিন্ন সরবরাহ থাকে সেজন্য তার মন্ত্রণালয় বাফার স্টকের ব্যবস্থা করতে প্রয়োজনীয় গুদাম তৈরি করছে বলে জানান তিনি। বলেন, দুই এক মাসের মধ্যে ন্যায্যমূল্যে পণ্য দিতে স্থায়ী দোকান খুলবে টিসিবি। শিগগিরই টিসিবি গ্রাহকদের তালিক আপডেট করার কথাও জানান বাণিজ্য প্রতিমন্ত্রী।
গত সোমবার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন লিটারপ্রতি সয়াবিন তেলের দাম ১০ টাকা বাড়িয়ে ১৭৩ টাকা করার প্রস্তাব দেয় সরকারকে।
এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে লেখা চিঠিতে বলা হয়, আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, ভোজ্যতেলের কাঁচামাল আমদানি, উৎপাদন পর্যায়ে গত ৭ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে জারি করা এসআরওদ্বয়ের মেয়াদ ১৫ এপ্রিল, ২০২৪ তারিখে শেষ হচ্ছে বিধায় আগামী ১৬ এপ্রিল, ২০২৪ তারিখ থেকে বাজারে ভোজ্যতেল (পরিশোধিত পাম তেল ও পরিশোধিত সয়াবিন তেল) সরবরাহে ভ্যাট অব্যাহতি পূর্ববর্তী মূল্যে পণ্য সরবরাহ হবে।’
ওই চিঠিতে ব্যবসায়ী সংগঠনটি ১৬ এপ্রিল থেকে বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম ১৭৩ টাকা, পাঁচ লিটার ৮৪৫ টাকা এবং খোলা এক লিটার পাম তেলের দাম ১৩২ টাকা প্রস্তাব করে। যা নিয়ে আজ বৈঠক করে সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা।