শুরু হয়েছে ভারতের লোকসভা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ। সকাল সাতটায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত।

প্রথম ধাপে দেশটির ২১ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১০২ আসনের ভোট হচ্ছে আজ।  এ বার মোট সাত দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম দফায় পশ্চিমবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভোটগ্রহণ চলছে।

এ ছাড়াও বিহারের চারটি আসন, উত্তরাখণ্ড এবং মহারাষ্ট্রের ছ’টি আসন, উত্তরপ্রদেশের আটটি আসন, রাজস্থানের ১২টি আসন, অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়ের দু’টি করে আসন, ছত্তীসগড়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা, উত্তরাখণ্ড, আন্দামান ও নিকোবর, জম্মু ও কাশ্মীর, লক্ষদ্বীপ এবং পুদুচেরির একটি করে আসনে ভোটগ্রহণ হচ্ছে আজ।

সবচেয়ে বেশি ভোটগ্রহণ হচ্ছে তামিলনাড়ুতে। সেখানে আজ ৩৯টি আসনের সবকটিতেই ভোট চলছে। মণিপুরে মোট দু’টি লোকসভা আসনের মধ্যে একটিতে ভোট হচ্ছে।

বৃহস্পতিবার রাত থেকেই ভোট কেন্দ্রগুলিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি বিভিন্ন কেন্দ্রে নির্বাচন কমিশনকে সহায়তা কররেছ রাজ্য পুলিশ। পরবর্তী ধাপের ভোটগ্রহণ হবে আগামী ২৬শে এপ্রিল।