কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী বলেছেন, মিয়ানমারের রাখাইন থেকে নতুন করে আর কোনো রোহিঙ্গাকে বাংলাদেশে প্রবেশের সুযোগ দেওয়া হবে না। সীমান্ত সুরক্ষার বিষয়ে তিনি বলেন, “মিয়ানমার সীমান্তে উত্তেজনা নিয়ে আমরা সতর্ক আছি”।
রোববার (২১এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে কক্সবাজারের টেকনাফে নৌ টহল শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে কোস্ট গার্ডের মহাপরিচালক বলেন, মিয়ানমারের রাখাইনে চলমান সংঘাতময় পরিস্থিতিতে বাংলাদেশের জলসীমায় কোস্ট গার্ডের টহল জোরদার রয়েছে। সীমান্তের যেকোনো নিরাপত্তাজনিত কারণে কোস্ট গার্ডের সদস্যরা সদা সতর্ক।
মিয়ানমারের সাথে সীমান্ত উত্তেজনা নিয়ে তিনি আরও বলেন, আমরা কারও সঙ্গে কোনো বৈরিতা নয়, সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করে চলতে চাই। মিয়ানমার সীমান্তে যে উত্তেজনা দেখা যাচ্ছে তাতে আমরা সতর্ক অবস্থানে রয়েছি।
তিনি আরো বলেন, বিশেষ করে পূর্ব সীমান্তে কোস্ট গার্ডের টহল জোরদার করা হয়েছে। জনবল বৃদ্ধি করা হয়েছে। বিষয়টি আমরা সার্বক্ষণিক নজরদারীতে রেখেছি।