রাঙামাটির সাজেকে শ্রমিকবাহী ট্রাক খাদে পড়ার ঘটনায় আরও ৩ জন মারা গেছে। এ নিয়ে এই দুর্ঘটনায় মোট ৯ জনের মৃত্যু হলো। আহত অবস্থায় খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬ জন। এর আগে বিকেলে সাজেকের উদয়পুর সীমান্ত সড়কের ৯০ ডিগ্রি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সাজেক থানার সার্কেল অফিসার ও রাঙামাটির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল আওয়াল চৌধুরী বলেন, ‘সীমান্ত সড়কের কাজ শেষে ডাম্প ট্রাকে করে ফিরছিলেন শ্রমিকেরা। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের ১০০ ফুট গভীর খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ছয়জন ও পরে হাসপাতালে নেওয়ার পথে আরও তিনজনের মৃত্যু হয়েছে।’

আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে সাজেক-উদয়পুর সড়কের নব্বই ডিগ্রি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকেরা সাজেক-উদয়পুরের সীমান্ত সড়কের নির্মাণের কাজ করতে গাজীপুর থেকে দিঘিনালা হয়ে উদয়পুর যাচ্ছিল। যাওয়ার পথে ট্রাকটি ছয়নাল ছড়ায় পাহাড়ে নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ট্রাকে মোট লোক ছিল ১৭ জন। ৬ জন ঘটনাস্থলেই মারা গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।’

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তারও দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তবে প্রাথমিকভাবে তিনি হতাহতের পরিচয় জানাতে পারেননি।