ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছেন। আজ শনিবার (২৭শে এপ্রিল) বেলা ১১টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের রঘুরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।
কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বিষয়টি নিশ্চিত করে জানান, শেরপুরগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। এ ঘটনায় আহত হন আরও ৪ জন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। তারা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে। তাৎক্ষণিক নিহতের নাম ঠিকানা জানাতে পারেননি তিনি।