আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদের প্রবেশ পথে ভয়াবহ এক বিস্ফোরণ হয়েছে। এতে বেশ কয়েকজন নিহত হয়েছে বলে জানান এক তালেবান মুখপাত্র।

কাবুলের ঈদগাহ মসজিদকে লক্ষ্য করে এই বোমা হামলা চালনো হয়, যেখানে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদের মৃত মায়ের স্মরণে একটি দোয়া অনুষ্ঠান চলছিল। জাবিহুল্লাহর মা গত সপ্তাহে মারা গেছেন।

তাৎক্ষণিকভাবে কেউ এই হামলার দায় স্বীকার করেনি। তবে গত ১৫ আগস্ট তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর থেকে তাদের বিরুদ্ধে ইসলামিক স্টেট (আইএস) সন্ত্রাসীদের হামলা বেড়েছে। এই উত্থান দুই ইসলামপন্থী গোষ্ঠীর মধ্যে বড় ধরণের সংঘর্ষের সম্ভাবনা বাড়িয়েছে।

আইএস আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে শক্তিশালী উপস্থিতি বজায় রেখেছে এবং তালেবানকে শত্রু মনে করে। আইএস তালেবানের বিরুদ্ধে বেশ কয়েকটি হামলার দাবি করেছে, যার মধ্যে নানগাহারের প্রাদেশিক রাজধানী জালালাবাদের বেশ কয়েকটি হত্যাকাণ্ডও রয়েছে।

এর আগের গত ২৬ আগস্ট কাবুল বিমান বন্দরের প্রবেশ পথে চলানো ভয়াবহ হামলার দায়ও স্বীকার করেছে আইএস। ওই হামলায় ১৩ জন মার্কিন সেনা সহ ১৮৫ জন নিহত হয়।

সূত্র : আল জাজিরা।