সবার আগে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। বৈশ্বিক আসরে কিউইদের নেতৃত্ব দেবেন কেন উইলিয়ামসন। সোমবার (২৯ এপ্রিল) নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ড এ দল ঘোষণা করেছে।

আইসিসির নিয়ম অনুযায়ী, আগামী ১ মের এর মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করতে হবে অংশগ্রহণকারী দলগুলোকে। সেই ধারাবাহিকতায় সবার আগে বিশ্বকাপের দল ঘোষণা করল নিউজিল্যান্ড।

ঘোষিত দলে রয়েছেন চুক্তির বাইরে থাকা ট্রেন্ট বোল্ট। এছাড়া আছেন অভিজ্ঞ টিম সাউদিও। ইনজুরিতে আক্রান্ত ডেভন কনওয়ে এবং মিচেল ব্রেসওয়েলকেও দলে রেখেছে কিউইরা। তবে ঘোষিত দলে ইনজুরির কারণে নেই অ্যাডাম মিলনে, কাইল জেমিসন।

নিউজিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড :

কেন উইলিয়ামসন, ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচীন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ শোধি ও টিম সাউদি।