এপ্রিলের টানা তাপপ্রবাহ অব্যাহত রয়েছে মে মাসেও। আগামীকাল পর্যন্ত ঢাকা বিভাগের পশ্চিমাঞ্চল এবং খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে ৪৮ ঘণ্টার ‘তাপপ্রবাহের সতর্কবার্তা’ বহাল রখেছে আবহাওয়া অধিদপ্তর। অসহনীয় গরমে বিপর্যস্ত জনজীবন। তবে স্বস্তির খবরও মিলেছে। আগামীকাল ঢাকাসহ চার বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। পাশাপাশি কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হতে পারে জানিয়ে সতর্ক থাকার পরামর্শও দিয়েছেন।

সদ্য বিদায় নেয়া এপ্রিল জুড়ে ছিলে তাপপ্রবাহের তীব্রতা। ব্যাপ্তিকাল ও আওতার ক্ষেত্রে যা সমস্ত রেকর্ড ভেঙেছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। টানা তাপপ্রবাহের কারণে প্রচণ্ড গরমে ভুগছে সারাদেশের মানুষ। হিট স্ট্রোকে ঘটেছে মৃত্যুর ঘটনা।

ঢাকা বিভাগের পশ্চিমাঞ্চলসহ খুলনা, রাজশাহী এবং রংপুর বিভাগে ‘তাপপ্রবাহের সতর্কবার্তা’ বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত রেখেছে আবহাওয়া অধিদপ্তর। মে মাসের প্রথম দিন ছুটি থাকায় রাস্তায় তেমন মানুষ বের না হলেও সূর্যের তাপ চোখ রাঙিয়েই যাচ্ছে। একটু স্বস্তি পেতে নানা চেষ্টা করছে বাইরে বের হওয়া মানুষ।

তবে স্বস্তির খবর জানালো আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার দেশের পূর্বাঞ্চলে বৃষ্টি হতে পারে। যা পর্যায়ক্রমে সারাদেশে হবে। তাপপ্রবাহের তীব্রতা ও আওতাও ধীরে ধীরে কমবে।

বৃহস্পতিবারের পর ৫ থেকে ৬ দিন দমকা হাওয়া, ঝড়ো বাতাস ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিও হতে পারে। এই সময় সবাইকে সতর্কভাবে চলাচল করতে পরামর্শ দিয়েছে আবহাওয়াবিদরা।

মঙ্গলবার ৩৫ বছরের রেকর্ড ভাঙা তাপমাত্রা ছিল যশোরে, ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। মে মাসের শেষের দিকে আবারও হতে তাপপ্রবাহ।