বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের মহান মে দিবস আজ। যা বাংলাদেশেও পালিত হচ্ছে নানা কর্মসূচির মধ্য দিয়ে। এসব কর্মসূচিতে, শ্রমিকের নিরাপত্তা, বাঁচার মতো ন্যূনতম মজুরি ও শ্রমিক বান্ধব শ্রমনীতি এবং কর্মক্ষেত্রে যৌন হয়রানি বন্ধের দাবি জানানো হয়। মেহনতি মানুষের ন্যায্য অধিকার আদায়ের অঙ্গীকারও ব্যক্ত করেন সবাই।

শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে মহান মে দিবস। বাংলাদেশেও এ দিনটিকে বিশেষভাবে স্মরণ করে শ্রমিক সংগঠনগুলো।

চট্টগ্রামে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশসহ নানা আয়োজনে পালিত হয়েছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে নগরীর নিউমার্কেট মোড়, বিআরটিসি মোড়, টাইগার পাসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সমাবেশের আয়োজন করে শ্রমিক সংগঠনগুলো।

রংপুরে সকালে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে প্রশাসন, শ্রমিক ও মালিক সংগঠনের অংশগ্রহণে আলোচনা সভা হয়। খুলনায় নানা আয়োজনে পালিত হয়েছে মহান মে দিবস। সকালে একটি শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন বরিশালের বিভাগীয় কমিশনার শওকত আলী। এসময় শোভাযাত্রা করা হয়। পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। রাজশাহী জেলা প্রসাশনের উদ্যোগে সকালে একটি শোভাযাত্রা বের করা হয়।

নানা আয়োজনের ময়মনসিংহে মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ছাড়াও ছিল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সাভারে শ্রমিক সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এসময় শ্রমিকদের উপর নির্যাতন বন্ধ ও তাদের অধিকার আদায়ের দাবি জানানো হয়। নওগাঁয় শ্রমিক দিবসের অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, শ্রমিক-মালিক এক না হলে দেশকে এগিয়ে নেওয়া যাবে না।

এছাড়া ঝালকাঠি, বাগেরহাট, কক্সবাজার, হবিগঞ্জ, চাঁদপুর, দিনাজপুর, নেত্রকোণা, পটুয়াখালী, পাবনা, সুনামগঞ্জসহ সারাদেশে নানা আয়োজনে পালন করা হয়েছে মহান মে দিবস।