টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে অচল সৌদি আরবের বিভিন্ন অঞ্চল। দেশটির দাহরানের কিং ফাহাদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মসজিদের স্টিলের ছাদে পানি জমে ধসে পড়েছে।
বৃষ্টির কারণে জনসাধারণকে সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে। বন্ধ রাখা হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান, তবে অনলাইনে পাঠদান কর্মসূচি চলছে।
মধ্যপ্রাচ্যের আরেক দেশ সংযুক্ত আরব আমিরাতেও ভারী বৃষ্টি হয়েছে। দুবাই বিমানবন্দরে বৃহস্পতিবার ১৩টি ফ্লাইট বাতিল করে দেওয়া হয়। পাঁচটি বিমানকে মাঝ আকাশ থেকে ফিরিয়ে দেওয়া হয়। বৈরি আবহাওয়ায় দুর্ভোগে পড়েছে বহু মানুষ।
এদিকে, ব্রাজিলের দক্ষিণাঞ্চলে অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ জনে। এখনো নিখোঁজ অর্ধশতাধিক। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজদের সন্ধানে কাজ করছেন উদ্ধারকর্মীরা। এছাড়া আগামী কয়েকদিনে আরও ভারী বৃষ্টির পূর্বাভাস বহাল রেখেছে আবহাওয়া দপ্তর।