আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, উপজেলা নির্বাচন নিয়ে বিরোধীরা যে বক্তব্য রেখেছিল তা হাস্যকর হিসেবে প্রমাণিত হয়েছে।

বুধবার সন্ধ্যায় রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।  বড় দল না থাকা এবং দলীয়ভাবে নির্বাচন না হওয়ার পরেও ভোটার উপস্থিতি সন্তোষজনক বলে মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, সহিংসতা হওয়া নিয়ে অনেকেই শঙ্কা প্রকাশ করেছিল, কিন্তু কোনো প্রাণহানি ছাড়া একটা শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। প্রশাসন খুব দৃঢ় অবস্থান নিয়েছে, দল থেকেও নেত্রীর নির্দেশে সবাই যথাযথ দায়িত্ব পালন করেছে, সে জন্য শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে।

বিএনপির আবাসিক প্রতিনিধি একজন আছেন তিনি পাগলের প্রলাপ বকছেন। কাদের বলেন, ঝড়-বৃষ্টি ও ধান কাটার কারণে ভোটার উপস্থিতি কিছুটা কম। কমিশন বলছে, ৩০ থেকে ৪০ শতাংশ ভোট পড়েছে।