আগামীকাল শনিবার রাজধানী ঢাকায় শান্তি  ও উন্নয়ন সমাবেশ করবে আওয়ামী লীগ বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিএনপির সমাবেশ মানেই বিশৃংখলা, রক্তপাত এবং সন্ত্রাস। তাই গোটা রাজধানী তাদের নিয়ন্ত্রণে ছেড়ে দিলে জনগণের জানমাল অনিশ্চয়তায় পড়বে।

আজ শুক্রবার (১০ মে) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভার শুরুতে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি আবারও দেশে সন্ত্রাস ও বিশৃংখলার পায়তারা করছে। সুযোগ পেলেই আবার ফণা তুলে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করবে।

তিনি বলেন, আমরা নির্বাচন পরবর্তী কোন সহিংসতা চাই না। উপজেলা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র আছে; সতর্ক থাকতে হবে।

কাদের বলেন, বিএনপির ভোট বর্জনের আহবান তাদের দলের নেতাকর্মীরাই বর্জন করে ভোটে অংশগ্রহণ করেছে।

তিনি বলেন, বিএনপির মধ্যে যতদিন সুষ্ঠু গণতন্ত্রের ধারা ও রাজনৈতিক ইতিবাচক মনোভাব তৈরি না হবে ততদিন তারা আরো জনবিচ্ছিন্ন হবে।

কাদের বলেন, আগামীকাল শনিবার মোহাম্মদপুরে আমরা শান্তি উন্নয়ন সমাবেশ করব। সেটি বিকেল সাড়ে ৩টা শুরু হবে।