বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টা হায়দার আকবর খান রনো মারা গেছেন। শুক্রবার রাত পৌনে ২টায় রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ এ রাজনীতিক ও লেখক।
দীর্ঘদিন ধরে শ্বাসতন্ত্রের নানা জটিলতাসহ বাধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮২ বছর। তার পরিবারের সদস্যরা দেশের বাইরে থাকায় সোমবার পর্যন্ত মরদেহ শমরিতা হাসপাতালের মর্গে রাখা হবে। এরপর সোমবার সকালে প্রথমে সিপিবির অফিসে নেওয়া হবে।
সেখান থেকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হবে এই প্রবীণ রাজনীতিবিদের মরদেহ। সেদিনই বনানী কবরস্থানে দাফন করা হবে তাঁকে।
হায়দার আকবর খান রনো তীব্র শ্বাসতন্ত্রীয় অসুখ নিয়ে গত ৬ মে পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালটির এইচডিইউ রেখে বিশেষ পদ্ধতিতে অক্সিজেন দেওয়া হচ্ছিল।
হায়দার আকবর খান রনো এর জন্ম ১৯৪২ সালের ৩১ আগস্ট অবিভক্ত ভারতের কলকাতায়।