প্রধানমন্ত্রী শেখ সিনা বলেছেন, আওয়ামী লীগ জনগণের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য রাজনৈতিক দল। আজ শুক্রবার (১৭ই মে) সকালে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাসভবন – গণভবনে, আওয়ামী লীগ সভানেত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, বাবা-মা সবাইকে হারিয়ে এ দেশের মানুষের মাঝেই তিনি নিজের পরিবার খুঁজে নিয়েছেন। আর তাই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতেই মৃত্যুঝুঁকি উপেক্ষা করে দেশে ফিরেছিলেন। মানুষের কল্যাণে আজীবন কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যায়ের কথাও জানান প্রধানমন্ত্রী।

তিনি এসময় নেতাকর্মীদের বলেন, রাজনৈতিক দল হিসেবে জনগণের কাছে তৈরি হওয়া গ্রহণযোগ্যতাকে ধরে রেখে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে।

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের বেশির ভাগ সদস্যকে হত্যা করা হয়। দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান তাঁর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। বিদেশে অবস্থান করার সময় ১৯৮১ সালের ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে শেখ হাসিনাকে দলের সভাপতি নির্বাচিত করা হয়।

১৯৮১ সালের ১৭ মে দেশে ফিরে আসেন শেখ হাসিনা। চরম প্রতিকূল পরিবেশে ফিরে বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে ২১ বছর পর রাষ্ট্রক্ষমতায় বসে আওয়ামী লীগ। বিশিষ্টজনেরা বলছেন, শেখ হাসিনা ফিরেছিলেন বলেই মুক্তিযুদ্ধের চেতনার উল্টো পথে হাঁটা বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল।