ঢাকাসহ আরও ৫ বিভাগে তিন থেকে চারদিন টানা বৃষ্টি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে দেশের উপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ প্রশমিত হয়ে যাবে।
আবহাওয়া অফিস বলছে, আগামী ২৩ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হতে পারে। এছাড়া, কিছু এলাকায় শিলাবৃষ্টিও হতে পারে।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, আগামী কয়েকদিন ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা, রংপুর ও বরিশাল বিভাগের দুই একটি জায়গায় শিলাবৃষ্টিও হতে পারে।
এদিকে আজ শনিবারের (১৮ই মে) সকালটা অন্যরকম আমেজ নিয়ে এসেছে রাজধানীবাসীর কাছে। কারণ বদলেছে প্রকৃতির মেজাজ।
সকাল সকালই একপশলা বৃষ্টিতে ভিজেছে পথঘাট। গেল কয়েকদিনের অসহ্য গরমের পর ঝিরিঝিরি বৃষ্টিতে যেন মুক্তি মিলেছে জনমনে।
বৃষ্টিস্নাত হয়ে সজীবতা ফিরেছে প্রকৃতিতে। ভোর থেকে আকাশজুড়ে জমতে থাকে মেঘমালা, সাথে ঝিরিঝিরি হাওয়া। এমন দিনে পরিবার নিয়ে বেড়িয়ে পরে অনেকেই।
আবহাওয়া অফিসের তথ্য মতে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগের বেশ কিছু এলাকায় বৃষ্টি অব্যাহত থাকবে আরো কয়েকদিন। যেসব এলাকায় বৃষ্টি হবে সেসব এলাকা থেকে তাপপ্রবাহ কমে যাবে। তবে বৃষ্টি না হলেও সারাদেশের তাপমাত্রা দিনে ও রাতে কমে আসবে।
এদিকে, দুপুরে ফেনীর পঠাননগরে ঝড়ে শত বছরের কড়াই গাছ উপরে পড়ে ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কে। এতে যান চলাচল বিঘ্নিত হয়। বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ সংযোগ।
সরকারী নির্দেশনা অনুযায়ী শনিবার খোলা ছিলো রাজধানীর স্কুলগুলো। সকালে বৃষ্টি হলেও শিক্ষার্থীদের উপস্থিতিও ছিলো স্বাভাবিক। তাপপ্রবাহের কারণে স্কুল বন্ধ থাকায় যে শিখন ঘাটতি তৈরি হয়েছিলো তা পূরণের শনিবারের রুটিনে সেসব বিষয় রাখা হয়েছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
গরমে স্কুলে শিক্ষার্থীদের যাতে কষ্ট না হয় সেজন্য পানি পান করা ক্লাসে আলো-বাতাসের পর্যাপ্ত ব্যবস্থা রাখাসহ নানা বিষয়ে শিক্ষার্থীদের নির্দেশনা দেয়া হচ্ছে।