রোমাঞ্চকর শেষের অপেক্ষায় ছিল ইংলিশ প্রিমিয়ার লিগ। লিগের শেষ দিনে শিরোপা লড়াইয়ে ছিল আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি। সিটির জন্য সমীকরণটা ছিল সহজ। জিতলেই শিরোপা। ইতিহাদ স্টেডিয়ামে কোনও ভুল করেনি তারা। ওয়েস্ট হ্যামকে ৩-১ গোলে হারিয়ে প্রথম ইংলিশ ক্লাব হিসেবে টানা চতুর্থ প্রিমিয়ার লিগ শিরোপা ঘরে তুলেছে।

গতকাল রোববার (১৯ মে) দিনগত রাতে ইতিহাদে ওয়েস্ট হ্যামকে ৩–১ গোলে হারিয়ে ২০২৩–২৪ মৌসুমের প্রিমিয়ার লিগ শিরোপা নিজেদের করে নিয়েছে ম্যানসিটি। ইংল্যান্ডের শীর্ষস্তরে কোনো দলের টানা চার মৌসুমে ট্রফি জয় এই প্রথম। অন্যদিকে, আর্সেনাল ২-১ গোলে এভারটনকে হারালেও রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়।

শুরু থেকে আধিপত্য ধরে খেলা সিটি ম্যাচের ১৮তম মিনিটেই এগিয়ে যায় ২-০ গোলে। ২ ও ১৮ মিনিটে দুটি গোলই করেছেন ফিল ফোডেন। ৪২ মিনিটে কুদুসের কল্যাণে একটি গোল শোধ করে দেয় ওয়েস্ট হ্যাম। এরপর ৫৯ মিনিটে সিটির হয়ে তৃতীয় গোলটি আদায় করে নেন রদ্রি। শেষ দিকে আরও একবার জাল কাঁপিয়েছিল ওয়েস্ট হ্যাম। কিন্তু হ্যান্ড বল হওয়ায় রিভিউতে বাদ পড়ে সেটা।

টানা চতুর্থ লিগ শিরোপা জয়ের দিনে ইতিহাদেও অপরাজিত মৌসুম কাটিয়েছে সিটি। ৩৮ ম্যাচে তোলা ৯১ পয়েন্টের ৪৭টিই এসেছে এ মাঠে। ইংল্যান্ডের শীর্ষ লিগে সিটি এর আগে নিজেদের মাঠে পুরো মৌসুম অপরাজিত ছিল ১৯০৪-০৫, ২০১১-১২ ও ১৯২০-২১ মৌসুমে। সিটির দ্বিতীয় শিরোপা লাভ হয়ে যেতে পারে আগামী শনিবার। এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে তারা।