ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শেষ হয়েছে। চলছে গণনা। আজ মঙ্গলবার (২১শে মে) ১৫৬টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় শুরু হওয়া এই ভোটগ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত।
এবারের দ্বিতীয় ধাপের নির্বাচনে কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত সংঘর্ষ ছাড়া শান্তিপূর্ণ পরিবেশেই হয়েছে ভোট। তবে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম দেখা গেছে। জাল ভোট দেয়া ও অন্যান্য অনিয়মের দায়ে বিভিন্ন স্থানে ১০ জনকে সাজা দেয় ভ্রাম্যমাণ আদালত।
কয়েকটি জায়গায় সংঘর্ষের ঘটনা ও জেলা জরিমানার খবর পাওয়া যায়। এবার ২৪ উপজেলায় ভোট হয়েছে ইভিএমে, বাকিগুলোতে ব্যালট পেপারে।
পার্বত্য বান্দরবানের লামা ও নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে ভোট অনুষ্ঠিত হয়েছে। নিরাপত্তাবাহিনী সদস্যদের কড়া প্রহরায়া ৬৭টি কেন্দ্রে ভোটারদের লাইনে দাড়িয়ে ভোট দিতে দেখা গেছে।
গাজীপুরে ভোট হয়েছে দুটি উপজেলায়। সেখানে ভোটার উপস্থিতি তুলনামুলক কম দেখা গেছে। শ্রীপুর উপজেলায় ভোট কেন্দ্র দখলের অভিযোগে ১ জনকে তিন দিনের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বরিশালের হিজলা ও মুলাদীতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোলার তিনটি উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ করা হয়। এদিকে, পটুয়াখালীর বাউফল, গলাচিপা ও দশমিনা উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ করা হয়। তবে সেখানে ভোটার উপস্থিতি কম ছিলো।
পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলায় দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ শুরু হয় সকাল ৮টা থেকে। শুরুর দিকে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও পরে ভোটার উপস্থিতি বাড়ে।
নোয়াখালীতে ভোট কেন্দ্র দখল, জাল ভোট প্রদান, এজেন্টদের মারধরের অভিযোগে দুইজনকে ৬ মাসের জেল এবং ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। নানা অনিয়মের অভিযোগে চাটখিল উপজেলা পরিষদ নির্বাচনে ভোট বর্জন করে আনারস প্রতিকের চেয়ারম্যান প্রার্থী। রাজবাড়ীতে ভোট কেন্দ্রে যাওয়ার পথে যুবককে কুপিয়ে জখমের অভিযোগে ১ জনকে আটক করে পুলিশ।
রাজশাহীর দুর্গাপুর উপজেলার দুই চেয়ারম্যান সমর্থকদের মধ্যে সংর্ঘষে ৫ জন আহত হয়। নাটরের বাগাতি পাড়ায় দুই পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়। এ ঘটনায় ২ জনকে আটক করে পুলিশ।
রংপুরের মিঠাপুকুরে জাল ভোট দিতে গেলে ২ জনকে আটক করে পুলিশ। গাইবান্ধায় ১ জন ও কুড়িগ্রামে ১ জনকে আটক করে পুলিশ। হবিগঞ্জের বাহুবলে জাল ভোটে ১ জনকে ১ বছর জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত।
শরিয়তপুরের জাজিরায় ভোটের অনিয়মের ভিডিও ধারণ করায় হামলা করেছে চেয়ারম্যান প্রার্থী ইদ্রিসের সমর্থকরা। এতে ৫ সাংবাদিকসহ ৯ জন আহত হয়েছে।