আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গাজার গণহত্যা যারা সমর্থন করে তারা কাকে, কেন নিষেধাজ্ঞা দিলো তা নিয়ে মাথা ব্যাথা নেই আওয়ামী লীগের। তিনি আজ বুধবার (২২শে মে) রাজধানীর গুলিস্থানের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপ কমিটির একটি অনুষ্ঠানে এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, সম্পর্ক এগিয়ে নেয়ার কথা বলে ডোনাল্ড লু চলে যাওয়ার পর আরো একটি নিষেধাজ্ঞা আরোপ বোধগম্য নয়। তিনি বলেন, ‘বঙ্গুবন্ধু কন্যা ছেড়ে দেওয়ার নয়।’
ওবায়দুল কাদের বলেন, সাড়ে ৩৫ হাজার মানুষকে নির্বিচারে হত্যা করেছে ইসরায়েল। জাতিসংঘের যুদ্ধবিরতি রেজ্যুলেশন উপেক্ষা করে হত্যাকাণ্ড চালাচ্ছে তারা। যুক্তরাষ্ট্রের ছাত্ররা এর বিরুদ্ধে বিক্ষোভ করলে সেদেশের পুলিশ তাদের ওপর আক্রমণ করে। নারী শিক্ষার্থীদের রশি দিয়ে পেছন থেকে হাত বেঁধে নিয়ে যাওয়া হয়। সেখানে মানবাধিকার লঙ্ঘন হয়েছে।
তিনি বলেন, যারা ইসরায়েলকে সমর্থন করে, নেতানিয়াহুকে সমর্থন করে — এই যদি তাদের গণতন্ত্র-মানবাধিকার হয়, তবে তাদের ভিসা নীতি বা নিষেধাজ্ঞা নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই।
বাংলাদেশের সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, সেনাবাহিনীর নিজস্ব নিয়মকানুন রয়েছে, সেখানে কেউ অপরাধী হলে তাদের ছাড় দেয়ার মতো লোক বঙ্গবন্ধুকন্যা নন।
তিনি বলেন, একসময় দেশের নারী ও তরুণরা আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। এখন শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বের কারণে এক কথায় তারা নৌকায় সমর্থন ও ভোট দিচ্ছে।
আরেক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, বন্ধুরাষ্ট্রে গিয়ে বিএনপি নেতা সালাউদ্দিনের তো জীবননাশ হয়নি। এসময় বন্ধুরাষ্ট্র নিয়ে কথায় কথায় দোষারোপের রাজনীতি না করতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।