চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় এমপি আনোয়ারুল আজীম আনারের মরদেহ উদ্ধার করেছে সেখানকার পুলিশ। কলকাতার নিউটাউন এলাকায় সঞ্জীবা গার্ডেনসের একটি ফ্ল্যাটে তাকে খুন করা হয়।

আজ বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের  প্রধান হারুন অর রশীদ গোয়েন্দা কর্যালয়ে এমপি আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ড নিয়ে এক  ব্রিফিং  করেন।

ব্রিফিংয়ে ডিবি প্রধান বলেন,  ঢাকায় দুটি বাসায় বসে আনার হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয়। হত্যার জন্য তারা প্রথমে বাংলাদেশের মাটিকে ব্যবহার করতে চেয়েছিল। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সেটা পারেননি। তিনি কলকাতায় প্রায়ই যেতেন। খুনিরা আগেই জানতেন এমপি আনার কলকাতায় যাবেন। তাই হত্যার নিরাপদ স্থান হিসেবে কলকাতাকে বেছে নেয়া হয়।

ডিবি প্রধান বলেন,  তারা এপ্রিল মাসের ৩০ তারিখ সেখানে চলে যায়। ১৩ তারিখ ২ টা ৫১ মিনিটে ৩০ মিনিটের মধ্যে হত্যাকাণ্ড সংঘটিত করে। হত্যা করে মরদেহ কয়েক টুকরো করে। দুইটা লাগেজে করে সেসব টুকরো নিয়ে যাওয়া হয়। সন্দেহ যেন কেউ না করে এর জন্য লাগেজে হলুদ ও মশলা ভরে নিয়ে যায় মরদেহের মধ্যে।

এসময়  তিনি আরো বলেন,  প্রকৃত খুনীদের প্রয়োজনে কলকাতায় ঘটনা স্থলে যেয়ে অনুসন্ধান করা হবে।