ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে খুনের জন্য ‘কলকাতায় ফ্ল্যাট ভাড়া নেন তারই বন্ধু আক্তারুজ্জামান শাহীন।

কলকাতা পুলিশ জানায়, নিউ টাউনের ওই ফ্ল্যাটে আনারকে ১৩ মে রাতে খুন করা হয়।

দায়িত্বশীল সূত্র জানায়, স্বর্ণ চোরাচালান চক্রের দ্বন্দ্বের জেরে পরিকল্পিতভাবে আনারকে ভারতে নিয়ে হত্যা করা হয়েছে। এর মূল পরিকল্পনাকারী হিসেবে আক্তারুজ্জামান শাহিন নামের এক ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে।

শাহীনকে গ্রেপ্তারের জন্য পুলিশ খুঁজছে।

সূত্র জানিয়েছে, শাহীন গত সোমবার ঢাকা থেকে একটি ফ্লাইটে দিল্লি হয়ে কাঠমান্ডু চলে গেছেন।

এ ছাড়া এমপি আনার ভারতে গিয়ে যে বন্ধুর বাসায় উঠেছিলেন, সেই গোপাল বিশ্বাসও স্বর্ণ চোরাচালানে জড়িত বলে দায়িত্বশীল সূত্রে জানা গেছে।

আবার, এমপি আনারের বিরুদ্ধেও চোরাচালানসহ অন্তত ২১টি মামলা ছিল। যদিও পরে সেসব মামলা থেকে তিনি খালাস বা অব্যাহতি পেয়েছেন। তাঁর বিরুদ্ধে ২০০৭ সালে আন্তর্জাতিক পুলিশি সংস্থা ইন্টারপোল রেড নোটিশও জারি করেছিল। অবশ্য আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০০৯ সালে সেটা তুলে নেওয়া হয়।

পুলিশ জানায়, শাহীন ও আনার বাল্যবন্ধু বন্ধু। শাহীনের বাড়ি ঝিনাইদহে। ঢাকায় গুলশানে তার বাসা রয়েছে। তাঁর যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব রয়েছে।