শ্রম আইন লঙ্ঘনের মামলায় ছয় মাসের দণ্ড পাওয়া গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর মুহাম্মদ ইউনূসসহ চার জনের জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে।

আজ বৃহস্পতিবার(২৩ শেমে) কাকরাইলে শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক এম এ আউয়াল আগামী ৪ জুলাই শুনানির পরবর্তী দিন রেখে ঐদিন পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করেন।

এরআগে বৃহস্পতিবার বেলা ১১টায় ট্রাইব্যুনালে হাজির হন মুহাম্মদ ইউনূসসহ অন্যরা। তাদের পক্ষে আইনজীবী স্থায়ী জামিন চেয়ে আবেদন করেন। তবে আদালত স্থায়ী জামিনের আবেদন নামঞ্জুর করে ৪ঠা জুলাই পর্যন্ত জামিনের মেয়াদ বাড়ান।

পরে সাংবাদিকদের ইউনূস বলেন, তাকে এমন হয়রানিতে বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম ক্ষুন্ন হচ্ছে। তবে এমন বক্তব্যের বৈধ্যতা নিয়ে প্রশ্ন তোলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।