রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে এ কম্পন অনুভূত হয়।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ গোলাম মোস্তফা সাংবাদিকদে জানিয়েছেন, ঢাকা থেকে ৪৩৯ কিলোমিটার দূরে মিয়ানমারে পাঁচ দশমিক পাঁচ মাত্রার এই ভূমিকম্প হয়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এর কম্পন অনুভূত হয়েছে।
গোলাম মোস্তফা বলেন, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি— ভূমিকম্পটি ৫.৪ মাত্রার ছিল। এর উৎপত্তিস্থল ঢাকা থেকে ৪৩৯ কিলোমিটার দূরে মিয়ানমারে।