স্বাগতিক আমেরিকার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি। বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে বাংলাদেশের নিজেদের ঝালিয়ে নেয়ার শেষ সুযোগ ছিল ভারতের বিপক্ষে ম্যাচটি। তবে আবারও সেই বাজে ব্যাটিংয়ের সাথে দুর্বল বোলিংয়ের কারণে ভারতের কাছে ৬০ রানের বড় বাবধানে হেরে বিশ্বকাপের প্রস্তুতি শেষ করলো টাইগাররা।
শনিবার (১ জুন) নিউইয়র্কে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে ৬০ রানে হারিয়েছে ভারত। আগে ব্যাট করতে নামা ভারত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করে। জবাবে নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করে বাংলাদেশ।
এদিন ভারতের দেয়া ১৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই সৌম্য সরকারের উইকেট হারায় বাংলাদেশ। রানের খাতা খোলার আগেই আর্শদীপের বলে উইকেটের পেছনে রিশভ পন্তকে ক্যাচ প্রাকটিস করান সৌম্য। তৃতীয় ওভারের প্রথম বলে সৌম্যকে অনুসরণ করেন ৬ রান করা লিটন। আর্শদীপের বলে ছত্রখান হয়ে যায় লিটনের উইকেট।
একই ওভারের পঞ্চম বলে সাজঘরে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। ৬ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি বাংলাদেশের অধিনায়ক। মোহাম্মদ সিরাজের শিকারে পরিণত হন তিনি। মাত্র ১০ রান ৩ উইকেট হারায় বাংলাদেশ।
পাওয়ার প্লের ৬ ওভারে ৩ উইকেটে মাত্র ২৭ রান তুললে ম্যাচ থেকে আদতে ছিটকে পড়ে বাংলাদেশ। তাওহিদ হৃদয় আর তানজিদ হাসান তামিম হাল ধরার চেষ্টা করলেও টি-টোয়েন্টির খেলাটা খেলতে পারেননি। তামিম ১৮ বলে ১৭ করে হন হার্দিক পান্ডিয়ার শিকার। বড় ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ হন হৃদয়, করেন ১৪ বলে ১৩।
এরপর দলের সবচেয়ে দুই অভিজ্ঞ ব্যাটার সাকিব আল হাসান আর মাহমুদউল্লাহ রিয়াদ দলকে টেনে তোলার দায়িত্ব নেন। যদিও জয়ের সুযোগ ছিল না বাংলাদেশের। সাকিব-মাহমুদউল্লাহ গড়েন ৭৫ রানের জুটি।
সাকিব অবশ্য এই জুটিতে একদমই স্বচ্ছন্দ্য ছিলেন না। শেষ পর্যন্ত ইনিংসের ১০ বল বাকি থাকতে আউট হন তিনি। ৩৪ বলে সাকিবের ২৮ রানের ধীরগতির ইনিংসে ছিল মাত্র দুটি বাউন্ডারির মার। ২৮ বলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় ৪০ করে স্বেচ্ছায় অবসরে যান মাহমুদউল্লাহ।
রিশাদ হোসেন ৫ আর জাকের আলী অনিক ফেরেন ০ করে। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১২২ রানে থামে বাংলাদেশের ইনিংস।
এরআগে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। সঞ্জু স্যামসনকে নিয়ে অবশ্য শুরুটা ভালো হয়নি। দলীয় ১১ রানের মাথায় প্রথম আঘাত হানেন শরিফুল ইসলাম। ৬ বলে ১ করে এলবিডব্লিউ হয়ে ফেরেন স্যামসন।
রোহিতও চড়ে বসতে পারেননি। মাহমুদউল্লাহর শিকার হওয়ার আগে ১৯ বলে করেন ২৩। তবে মাঝে রিশাভ পান্ত আর সূর্যকুমার কুমার এবং শেষদিকে হার্দিক পান্ডিয়ার ব্যাটে চড়ে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় ভারত।