নিউইয়র্কে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে বড় জয় দিয়ে আসরে শুভ সুচনা করেছে ভারত। নাসাউ কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারত ৮ উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ডকে। ৯৭ রানের মামুলি লক্ষ্য। সেই লক্ষ্যে ভারত ব্যাট করতে নামলে দেখার ছিল একটাই—কত দ্রুত ম্যাচ জেতে। তবে ১০ ওভারের আগেই যাঁরা ভারতের জয়ের আশা করেছিলেন, তাঁদের হতাশ হতে হয়েছে। এক শর নিচে থাকা আইরিশদের স্কোর তাড়া করতে ২ উইকেট খুইয়ে ফেলা ভারতকে খেলতে হয়েছে ১২ ওভার ২ বল। ৪৬ বল হাতে রেখে ভারত জিতেছে ৮ উইকেটে।

বুধবার নিউ ইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বোলিং নেয় ভারত। বুমরাহ-হার্ডিক পান্ডিয়ার তোপে শুরু থেকে নিয়মিত উইকেট হারাতে থাকে আইরিশরা। ১৬ ওভারে মাত্র ৯২ রান তুলে অলআউট হয় তারা।

আইরিশ শিবিরে শুরুতে বড় দুই ধাক্কা দেন অর্শদ্বীপ সিং। ওপেনার বালব্রিনি (৫) ও স্টার্লিংকে (২) তুলে নেন তিনি। সেখান থেকে ৩৪ রানে ৪ উইকেট হারানো আয়ারল্যান্ড ৪৯ রানে হারায় ৭ উইকেট। শেষে ডিলানি ২৬ রান করায় একশ’ ছোঁয়া পুঁজি পায় আয়ারল্যান্ড।

জবাব দিতে নেমে বিরাট কোহলি ৫ বলে মাত্র ১ রান করে আউট হন। তবে ওপেনার রোহিত শর্মা ও তিনে নামা ঋষভ পান্ত জুটি গড়ে দলকে জয়ের প্রান্তে নিয়ে যান। রোহিত ৩৭ বলে চারটি চার ও তিন ছক্কায় ৫২ রান করে রিটায়ার্ড হার্ট হন। পরে সূর্যকুমার যাদব ২ রান করে আউট হন। তবে ঋষভ ২৬ বলে ৩৬ রানের হার না মানা ইনিংস খেলে দলকে জয় এনে দেন।

ভারতের হয়ে অর্শদ্বীপ ৪ ওভারে ৩৫ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। বুমরাহ ৩ ওভারে মাত্র ৬ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। হার্ডিক পান্ডিয়া ৪ ওভারে ২৭ রান খরচ করে ৩ উইকেট নিয়েছেন। এছাড়া মোহাম্মদ সিরাজ ও অক্ষর প্যাটেল একটি করে উইকেট নিয়েছেন।