২০২৪-২৫ অর্থবছরের বাজেট আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে উত্থাপন হবে। বিকেল ৩টায় প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
প্রস্তাবিত বাজেটে বিভিন্ন ধরনের কর ও শুল্ক আরোপ ও কিছু ক্ষেত্রে শুল্ক বাড়ানোর সম্ভাবনা আছে। ফলে অনেক পণ্যেরই দাম বেড়ে যায়।
শুল্ক ব্যবস্থায় পরিবর্তনের ফলে এবারের বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে-
সিগারেটের উৎপাদন পর্যায়ে সম্পূরক শুল্ক ও মূল্যস্তর বাড়ানো হতে পারে। ফলে সব ধরনের সিগারেটের দাম বাড়তে পারে। তামাকজাতীয় পণ্যের দামও বাড়তে পারে। এছাড়া বাসাবাড়িতে ব্যবহৃত পানির ফিল্টার, এলইডি বাল্ব, আমদানি করা কাজুবাদাম, এসি ও ফ্রিজের দাম বাড়তে পারে। গাড়ি কনভার্সন খরচ এবং জেনারেটরের দাম বাড়তে পারে।
এছাড়া অপরিশোধিত ভোজ্যতেল, শিরিষ কাগজ, অ্যালুমিনিয়াম অক্সাইড, প্যাট চিপস, পানির মোটর উৎপাদনকারী অ্যালুমিনিয়াম ইনগট, ফ্লোরোসেন্ট বাতির যন্ত্রাংশ, কাচ, প্লাস্টিক, এলইডি টেলিভিশন উৎপাদনে ব্যবহৃত এলইডি বাল্ব, আইসক্রিম ও কোমলপানীয়ের দাম বাড়তে পারে। মোবাইলে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারের খরচ বাড়তে পারে।