২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কিছু ক্ষেত্রে শুল্ক ও কর প্রত্যাহার করতে পারে সরকার, ফলে এসব পণ্যের দাম কমতে পারে।

যেসব পণ্যের দাম কমতে পারে:

প্যাকেটজাত গুঁড়াদুধ আমদানিতে কর হার কমানো হচ্ছে। ফলে কমতে পারে প্যাকেটজাত গুঁড়াদুধের দাম। এছাড়া সব বয়সীদের পছন্দের চকলেটের দাম কমতে পারে।

বাজেটে ল্যাপটপ আমদানিতে কর কমানো হচ্ছে। যার প্রভাবে কমতে পারে পণ্যটির দাম। আবাসনসহ বিভিন্ন নির্মাণখাতে ব্যবহৃত রড, বার ও এঙ্গেল তৈরির কাঁচামাল হিসেবে ম্যাঙ্গানিজ ব্যবহৃত হয়। বাজেটে ওই সব পণ্য আমদানিতে শুল্ক কমানো হচ্ছে। ফলে লোহাজাতীয় পণ্যের দাম কমতে পারে।

বাসাবাড়িতে ব্যবহৃত সুইচ-সকেটের দাম কমতে পারে। কারণ দেশে উৎপাদিত সুইচ-সকেট, হোল্ডার উৎপাদনে ব্যবহৃত কাঁচামালের আমদানি শুল্ক কমানো হচ্ছে।

ইলেকট্রিক মোটর উৎপাদনে ব্যবহৃত যন্ত্রাংশ আমদানিতে রেয়াতি সুবিধা দেওয়া হচ্ছে। এ কারণে ইলেকট্রিক মোটরের দাম কমতে পারে।

দেশে তৈরি মোটরসাইকেলের সিকেডি ইঞ্জিনের পার্টস আমদানির শুল্ক কমানো হচ্ছে। এ কারণে দেশে তৈরি মোটর সাইকেলের দাম কমতে পারে।

কিডনি ডায়ালাইসিসে ব্যবহৃত ফিল্টার ও সার্কিট আমদানির শুল্ক কমানো হচ্ছে। এ কারণে ডায়ালাইসিস খরচ কমতে পারে।

এছাড়া দেশে তৈরি কার্পেটের দাম কমতে পারে।