সৌদি আরবের আকাশে বৃহস্পতিবার (৬ জুন) পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে আগামী ৭ জুন জিলহজ মাসের প্রথম দিন। সেই হিসাবে ১৬ জুন দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে সৌদির চাঁদ দেখা কমিটি।
এদিকে ওমানে চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে শনিবার শুরু হবে জিলহজ মাস। সে হিসেবে ১৭ জুন দেশটিতে উদযাপিত হবে ঈদুল আজহা।
অন্যদিকে বাংলাদেশে ঈদুল আজহা কবে হবে তা জানা যাবে শুক্রবার। ঈদের তারিখ নির্ধারণ ও জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করতে শুক্রবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা ডাকা হয়েছে।