ভাপসা গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টি ঝরেছে রাজধানী ঢাকায়। শুক্রবার বিকেল থেকে এ বৃষ্টি শুরু হয়। এতে স্বস্তি এনে দেয় নগরজীবনে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। বৃষ্টি আগামীকাল শনিবারও চলতে পারে। এর ফলে তাপমাত্রা কিছুটা হলেও স্বস্তি মিলবে।
এদিকে সকালে আবহাওয়ার ৭২ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, শনিবার (৮ই জুন) সকাল ৯টা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; রংপুর ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।