বাজেটে কার্যকর পদক্ষেপ নেয়ায় মূল্যস্ফীতি কমে আসবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এ আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী হিসাবে জাতীয় সংসদে নিজের প্রথম বাজেট উত্থাপনের পর দিন সাংবাদিকদের মুখোমুখী হয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেন তিনি।

সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, ‘মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। মূল্যস্ফীতি এখনো আমাদের দেশে ৯ শতাংশের ঘরে রয়েছে।’

তিনি বলেন, “আগামী দিনে বিনিয়োগের পরিবেশ উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে আনতে কিছু পণ্যের শূল্ক কমিয়ে আনা হয়েছে।”