ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হওয়া উপকূলীয় ১৯টি উপজেলা পরিষদে ভোট হবে আগামীকাল রোববার ৯ই জুন।
এর আগে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে গত ২৯শে মে এসব উপজেলায় ভোটগ্রহণের কথা ছিল। ঘূর্ণিঝড়ের কারণে নির্বাচন কমিশন এসব উপজেলার ভোট গ্রহণ স্থগিত করে।
উপজেলাগুলো হলো- খুলনার ডুমুরিয়া, পাইকগাছা, কয়রা, ঝালকাঠির রাজাপুর ও কাঠালিয়া, বাগেরহাটের মোংলা, মোড়েলগঞ্জ ও শরণখোলা, পটুয়াখালী সদর, দুমকী ও মির্জাগঞ্জ। পিরোজপুরের মঠবাড়িয়া, ভোলার তজুমদ্দিন, লালমোহন, বরগুনার বামনা, পাথরঘাটা। বরিশালের গৌরনদী, আগৈলঝাড়া এবং নেত্রকোনার খালিয়াজুরি।
এসব এলাকার ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের কাছে এসব সরঞ্জাম বুঝিয়ে দেন সহকারি রিটার্নিং অফিসার। শুধুমাত্র ব্যালট পেপার আগামীকাল রোববার ভোটের দিন ভোরে কেন্দ্রে পাঠানো হবে।