শরীয়তপুরের জাজিরাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক ইউপি সদস্যের বসতবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ৪টি বসতঘর ও ৩ টি রান্নাঘর সম্পূর্ণ পুড়ে যায়।
গতকাল শুক্রবার (৭ই জুন) দিবাগত রাতে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মূলাই বেপারী কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, বিলাসপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কুদ্দুস বেপারীর সাথে তার নির্বাচন প্রতিদ্বন্দ্বী জলিল মাদবরের দ্বন্দ্ব দীর্ঘদিনের। নির্বাচনে পরাজিত প্রার্থী জলিল মাদবরের সমর্থক ছিলেন ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জামাল খাঁ। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থন করায় নির্বাচনের পর থেকেই ইউপি সদস্য জামাল খাঁয়ের উপর ক্ষুব্ধ ছিলেন চেয়ারম্যান কুদ্দুস বেপারী। এই নিয়ে তাদের দুপক্ষের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষ হয়েছে।
শুক্রবার সকালে কুদ্দুস বেপারীর ছোট ভাই সিদম বেপারী বাজার থেকে বাড়ি ফেরার পথে তার গতিরোধ করে মারধর চালানোর অভিযোগ উঠে ইউপি সদস্য জামাল খাঁ ও তার লোকজনের বিরুদ্ধে। সে ঘটনার সূত্র ধরে শুক্রবার দিবাগত রাতে চেয়ারম্যান কুদ্দুস বেপারীর নেতৃত্বে তার ভাই ইদ্রিস বেপারী, নূর ইসলাম বেপারী, ভাতিজা ইমন বেপারী, নাহিদ বেপারীসহ অন্তত ২০ জন লোক ইউপি সদস্য জামাল খাঁয়ের বসতবাড়িতে প্রবেশ করে। এসময় তারা বাড়ির সদস্যদের জিম্মি করে প্রথমে লুটপাট ও পরে ঘরবাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেয় বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। এতে ইউপি সদস্য জামাল খাঁ তার ভাই মিন্টু খাঁ ও সেন্টু খাঁর মোট ৪ টি বসতঘর ও ৩ টি রান্নাঘর সম্পূর্ণ পুড়ে যায়।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ১৫ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।