সরকার জনকল্যাণ নয়, দেশের ভবিষ্যৎ ধ্বংসের মুখে ফেলেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনা সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
মির্জা ফখরুল বলেন, রাঘব-বোয়ালদের লুটপাটের সুযোগ দিতেই বাজেট করেছে সরকার।
এসময় কালো টাকার মালিকদের ধরতে বাজেটে ফাঁদ তৈরি হয়েছে- সরকারের এমন বক্তব্য ধোঁয়াশা সৃষ্টির অপপ্রয়াস বলেও দাবি করেন বিএনপি মহাসচিব।