টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দুই উইকেটের জয় পেয়েছে টাইগাররা। এই ম্যাচে জয়ের পর প্রতিক্রিয়া জানিয়েছেন এক সময়ে লাল সবুজের প্রতিনিধিত্ব করা তামিম ইকবাল।

বাংলাদেশের ম্যাচ শেষে স্টার স্পোর্টসের এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তামিম বলেন, যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর অনেক সমালোচনা হয়েছে। তাই এই জয় দলের জন্য খুব বড় ব্যাপার। ক্রিকেটাররা এখন মানসিকভাবে স্থির হতে পারবে। নিজেদের খেলাটা নিয়ে আরও ভালোভাবে ভাবতে পারবে। জয়টা খুব দরকার ছিল।

বাংলাদেশের এই ম্যাচের জয়ে বড় অবদান মোস্তাফিজুর রহমানের। তিনি নিজেই নিয়েছেন গুরুত্বপূর্ণ ৩ উইকেট। কাটার মাষ্টারের ভূয়সী প্রশংসা করেছেন তামিম। তিনি বলেন, আইপিএল খেলে উন্নতি হয়েছে কাটার মাস্টারের। এক্ষেত্রে বড় ভূমিকা আছে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। মোস্তাফিজ ভালো খেললে বিশ্বকাপের বাংলাদেশের সম্ভাবনাও বেড়ে যাবে বলে মনে করেন তামিম।

এই বিধ্বংসী বোলারকে নিয়ে তিনি বলেন, মোস্তাফিজের পারফরম্যান্স ভালো লেগেছে। কিছুদিন আগেও ভালো খেলতে পারছিল না, বাদও পড়েছিল। পরে আইপিএলে গিয়ে ধোনির সঙ্গে খেলেছে। এরপর থেকে তাকে ভিন্ন এক বোলার মনে হচ্ছে। শান্তভাবে খেলছে। ও ভালো খেললে বিশ্বকাপে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা বেড়ে যাবে।