প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহ সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (১০ই জুন) নয়াদিল্লির আইটিসি হোটেলে তার আবাসস্থলে সাক্ষাৎ করেন।
বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে শেখ হাসিনা ও রনিল বিক্রমাসিংহ। এসময় দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করার কথা বলেন এই দুই নেতা।
এর আগে শনিবার ভারতের টানা তৃতীয়বারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ যোগ দিয়েছিলেন শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, নেপাল, মরিশাস ও সিসিলির শীর্ষ নেতারাও। অনুষ্ঠানে ৮ হাজারেরও বেশি বিশিষ্টজনের উপস্থিতি দেখা গেছে। অনুষ্ঠানে যোগ দেয়া বিশ^ নেতারা এসময় নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন।
উল্লেখ্য, ভারতের নির্বাচন কমিশনের ফলাফল অনুযায়ী, এবারের নির্বাচনে মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এককভাবে ২৪০টি এবং তার নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে ২৯২টি আসন।












