বিশ্বকাপের বাছাইপর্বে লেবাননের বিপক্ষে খেলছে বাংলাদেশ। ম্যাচের প্রথমার্ধের পাঁচ মিনিটের মাথায় পেনাল্টি থেকে লেবাননের অধিনায়ক হাসান মাতোক বাংলাদেশের গোলপোস্টে বল ঢুকিয়ে দিতে সক্ষম হন।

আর প্রথমার্ধের খেলা শেষ হবার ঠিক আগ মুহুর্তে ম্যাচের ৪৫তম মিনিটে দুর্দান্ত এক শট থেকে আরেকটি গোল করেন লেবাননের স্ট্রাইকার নাদের মাতার। কাতারের জেসিম বিন হামাদ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।

শুরু থেকেই কিছুটা ডিফেন্সিভ পজিশনে খেলতে থাকে বাংলাদেশ। যার প্রমাণ পাওয়া যায় প্রধামার্ধেই। খেলা শুরুর তিন মিনিটের মাথায় হলুদ কার্ড দেখেন বাংলাদেশের শাকিল হোসেন। অন্যদিকে, খেলার ২৫ মিনিটে হলুদ কার্ড দেখেন লেবাননের ওমর বুগেল।

বাংলাদেশ দল আজ খেলছে ৫-৩-২ ফরমেশনে। কিছুটা ডিফেন্সিখ মুডে। অন্যদিকে লেবানন আজ খেলছে ৪-২-৩-১ ফরমেশনে।