টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ খেলতে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ শেষেই ফ্লাইট ধরার তাড়া ছিলো বাংলাদেশ ক্রিকেট দলের। তবে নিউইয়র্ক থেকে ফ্লাইটটি দেরি করে ছাড়ায়, বাংলাদেশ দলের সেন্ট ভিনসেন্টে পৌছাতেও দেরি হয়। একই ফ্লাইটে ছিল দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রাও।

বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী ১৩ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে সেন্ট ভিনসেন্টে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এরপর টিম বাংলাদেশ নেপালের মুখোমুখি হবে ১৭ জুন। দুটি ম্যাচে জিতলেই সুপার এইটে যাওয়ার রাস্তা পরিষ্কার হয়ে যাবে টাইগারদের।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ডি গ্রুপে নিজেদের তিনটি ম্যাচের সবকটিতে জিতে আগেই সুপার এইট নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। ২ ম্যাচে একটি জয়ে ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে টাইগাররা।