টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিতে মামুলি পুঁজি দাঁড় করিয়েও শুরুর দিকে ভারতকে বেশ শক্তভাবেই চেপে ধরেছিল বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্র। তবে শেষ পর্যন্ত আশাহত হয়েছে স্বাগতিক দল। ভারতের সঙ্গে বড় ব্যবধানে হেরে সুপার এইট নিশ্চিতের অপেক্ষা বাড়ল তাদের। অন্যদিকে এই গ্রুপের প্রথম দল হিসেবে শেষ আটে জায়গা করে নিলো রোহিত-কোহলিরা।
শুরুতে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই আউট হয়ে যান কোহলি। রানের খাতাই খুলতে পারেননি তিনি। তৃতীয় ওভারে ভারতের অধিনায়ক রোহিত শর্মার উইকেট পড়ে যায়। এ সময় শুরুতেই গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া।
তবে সে চাপ সামলে পন্ত এবং সূর্যকুমার যাদব খেলতে থাকেন। অষ্টম ওভারে পন্ত আউট হয়ে যান। এরপর ভারতের হয়ে ম্যাচ এগিয়ে নিয়ে যান সূর্যকুমার যাদব এবং শিভাম দুবে। এ দুজনের ব্যাটিং দৃঢ়তায় ম্যাচ জয় করে ভারত।
এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে ১১১ রানের টার্গেট দেয় যুক্তরাষ্ট্র। টস জিতে ভারতের অধিনায়ক রোহিত শর্মা ব্যাট করার জন্য আমন্ত্রণ জানায় স্বাগতিক যুক্তরাষ্ট্রকে। নির্ধারিত ২০ ওভার ব্যাটিং করে যুক্তরাষ্ট্র ৮ উইকেট হারিয়ে ১১০ রান সংগ্রহ করতে সক্ষম হয়।
এই ম্যাচ জেতায় সুপার এইটে যাওয়া প্রায় পাকাই হয়ে গেলো রোহিত শর্মাদের।