টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো গ্রুপ পর্ব থেকে বাদ পড়ল নিউজিল্যান্ড। আজ পাপুয়া নিউগিনিকে ৭ উইকেটে হারিয়ে ‘সি’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সুপার এইট নিশ্চিত করেছে আফগানিস্তান।
এই গ্রুপ থেকে আগেই সুপার এইট নিশ্চিত করেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। আজ আফগানিস্তানও সুপার এইট নিশ্চিত করায় কপাল পুড়েছে কিউইদের। এই দুই দলের কাছেই হেরেছিল নিউজিল্যান্ড।
ব্যাটে নেমে শুরুতেই দুইটি উইকেট হারায় আগানিস্তান। ওপেনার ইব্রাহিম জাদরান ৭ বল খেলে কোন রান না করেই আউট হন। আরেক ওপেনার রহমাতুল্লাহ গুরবাজ ৭ বলে ১১ করেন।
শরুতেই দুই উইকেট হারিয়ে মামুলি লক্ষ্য পেরোতেই চাপে পড়ে আফগানরা। দলের হয়ে গুলবাদিন নবী হাল ধরেন। তাঁর ব্যাটিং দৃঢ়তায় জয়ের বন্দরে পৌছে যায় আফগানিস্তান। তবে ১ রানের জন্য অর্ধশতক পাননি তিনি।
আগে ব্যাট করে আফগানিস্তানকে মামুলি লক্ষ্য দেয় পাপুয়া নিউ গিনি। এক বল বাকি থাকতেই সব ক’টি উইকেট হারিয়ে মাত্র ৯৫ রানে অলআউট হয়ে যায় দলটি।
আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ উইকেট শিকার করেন ফজলহক ফারুকি। তিনি তিনটি উইকেট শিকার করেন। নাভেন-উল-হক দুইটি উইকেট লাভ করেন। অন্যদিকে নূর আহমেদ একটি উইটে নেন।
পাপুয়া নিউগিনির হয়ে সর্বোচ্চ রান করেন উইকেটকিপার কিপলিন দরিগা। তিনি ৩২ বল থেকে ২৭ রান করেন। আর কোন ব্যাটারই ২০ এ ঘর পার করতে পারেনি।