গত ৭ই অক্টোবর ইসরাইলে অতর্কিত হামলা করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এ হামলার জবাবে গাজায় দীর্ঘ আট মাসেরও বেশি সময় ধরে পাল্টা বর্বর হামলা চালিয়ে আসছে ইসরাইল। গত ২৪ ঘন্টায় গাজাজুড়ে ইসরাইলি হামলায় আরও ৩৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। আর অন্তত ৭০ জন আহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

এদিকে, দক্ষিণ গাজায় অন্তত ১০ লাখ মানুষ বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থা ছাড়া বাস করছে বলে জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি-ডব্লিউএফপি। পাশাপাশি সেখানের পরিবেশ বসবাসের অযোগ্য ও ভয়াবহ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন সংস্থাটির ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর কার্ল স্কাউ।

গাজায় ইসরাইলি হামলায় জিম্মি আরও দু’জন ইসরাইলি নিহত হয়েছে বলে জানিয়েছে হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড। এর আগে হামাসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মার্কিন গণমাধ্যম সিএনএনকে জানান, ইসরাইলি তীব্র অভিযানের ফলে জিম্মিদের মধ্যে কতজন বেঁচে আছেন সেই তথ্য এখন কারও কাছে নেই।

অন্যদিকে, ইতালিতে অনুষ্ঠিত জি-৭ জোটের সম্মেলনে নেতা বলেছেন, গাজায় জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থাকে বিনা বাধায় কাজ করার অনুমতি দিতে হবে। মার্কিন এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, এখন মূল লক্ষ্য হলো চুক্তি নিয়ে হামাস ও ইসরাইলের মধ্যকার যেসব পার্থক্য রয়েছে তা দূর করা।