রাঙ্গামাটির লংগদুতে বজ্রপাতে এক নারীসহ চারজন নিহত হবার খবর পাওয়া গেছে। বজ্রপাতে সঙ্গীরা নিহত হবার পরে নিখোঁজ রয়েছেন আরো একজন। শনিবার (১৫ই জুন) বিকেলে জেলায় পৃথক দু’টি বজ্রপাতে এই মৃত্যুগুলো ঘটেছে।

জানা গেছে, লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি চেয়ারম্যান টিলায় নিজ বাড়িতে বজ্রপাতে মারা গেছেন মো. ইব্রাহিমের স্ত্রী রিনা বেগম।

অন্যদিকে, কাপ্তাই হ্রদে নৌকায় থাকা অবস্থায় বজ্রপাতে তিন জনের মৃত্যুর খবর নিশ্চিতভাবে জানা গেছে। নিহতরা মাইনি বাজার থেকে বাজার শেষে বাড়ি ফিরছিলেন। নিহতরা হলেন বাচ্চু মিয়া (৩০), জিয়াউল হক (৫০)ও ওবায়দুল্লাহ (৩০)। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন তাদের নৈকার মাঝি আক্কাস আলী (৪৫)।