সৌদি আরব, কাতারসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আযহা। এছাড়া যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ ইউরোপ-আমেরিকার বিভিন্ন দেশেও ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদ উদযাপন হচ্ছে আজ।
মক্কায় পবিত্র হজ পালনের পর পশু কোরবানি দিচ্ছেন মুসল্লীরা। স্থানীয় সময় ভোর পৌনে ৫টা থেকে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। ঈদের নামাজ আদায়ের পাশাপাশি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশে মুসলমানরা ত্যাগের মহিমায় দিনটি উৎসব আনন্দে কাটাচ্ছেন।
মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনায় পশু কুরবানির মধ্য দিয়ে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে ঈদুল আজহা উদযাপন। শুধু মধ্যপ্রাচ্য নয়, ত্যাগের মহিমায় এশিয়ার বিভিন্ন দেশ এবং ইউরোপ-আফ্রিকা ও আমেরিকার বিভিন্ন দেশেও আজ পবিত্র ঈদুল আজহা পালিত হচ্ছে।
শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে রবিবার শেষ হয়েছে হজের মূল আনুষ্ঠানিকতা। এদিন ভোরবেলা থেকে শুরু করে প্রায় ১৮ লাখ মুসলমান ইসলামের পবিত্রতম শহর মক্কার বাইরে অবস্থিত মিনা উপত্যকায় শয়তানের প্রতীক তিনটি কংক্রিটের দেয়ালের প্রতিটিতে সাতটি পাথর নিক্ষেপ করেন। আর তারপরই পশু কোরবানির মধ্য দিয়ে শুরু হয় ঈদুল আজহা উদযাপন।
এর আগে সকালে মক্কার পবিত্র কাবা শরিফ, মদিনার মসজিদে নববিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর মসজিদে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
ইসলামিক ক্যালেন্ডারে জিল-হজ্জ মাসের ১০তম দিনে ঈদুল আজহা উদযাপিত হয়। সারা বিশ্বের মুসলমানরা ঈদ আল ফিতরের ৭০ দিন পরে এই ঈদ উদযাপন করেন।
মুসলমানরা ঈদের নামাজ আদায়ের পর ভেড়া, ছাগল, গরু, ষাঁড় বা উট কোরবানি দিয়ে উত্সবটি উদযাপন করেন। ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী, কোরবানির পশুর মাংস দরিদ্র, প্রতিবেশি এবং আত্মীয় ও পরিবারের জন্য তিনটি সমান অনুপাতে ভাগ করে বিলি করা হয়।
প্রসঙ্গত, বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ অনেক দেশে সোমবার ঈদুল আজহা উদযাপিত হবে।