চলতি বছর পবিত্র হজের কার্যক্রম সম্পন্ন হয়েছে। হজ করতে গিয়ে এখন পর্যন্ত ২১ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ১৬ জন পুরুষ ও দুজন নারী রয়েছেন। সর্বশেষ গতকাল মঙ্গলবার (১৮ জুন) মো. তাফাজ্জুল হক নামে এক হজযাত্রী মারা যান। বুধবার (১৯শে জুন) হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার রাত ৩টা পর্যন্ত বুলেটিনের তথ্য অনুযায়ী, সৌদি আরবে মোট ২১ বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। সর্বশেষ তোফাজ্জল হক নামে একজন হজযাত্রী মারা গেছেন।

নিহত হজযাত্রীদের মধ্যে পুরুষ ১৮ জন, নারী ৩ জন। মক্কায় ১৬ জন, মদিনায় ৪ জন ও জেদ্দায় একজন মারা গেছেন।

এবার বাংলাদেশ থেকে সর্বমোট ৮৫ হাজার ২২৫ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) হজযাত্রী সৌদি আরবে গেছেন। বৃহস্পতিবার থেকে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে। ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ২২শে জুলাই। বিমান বাংলাদেশ এয়ারলাইনস অর্ধেক হজযাত্রী পরিবহন করবে। বাকি অর্ধেক পরিবহন করবে সৌদি এয়ারলাইনস ও ফ্লাইনাস এয়ারলাইনস।