ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দুদিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে নয়াদিল্লি আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের দ্বিতীয় দিনে দেশটির রাষ্ট্রপতি ভবনে আতিথেয়তা গ্রহণ করেন প্রধানমন্ত্রী। যেখানে তাকে লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়েছে।

শনিবার (২২ জুন, স্থানীয় সময়) সকাল ৯টার দিকে সফরসঙ্গীদের নিয়ে ভারতের নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

No description available.

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেয়া হয়। এসময় প্রধানমন্ত্রী সশস্ত্র সালাম গ্রহণ করেন এবং তাকে গার্ড অব অনার দেওয়া হয়। বেজে উঠে দুদেশের জাতীয় সংগীত।

এরপর দুদেশের প্রধানমন্ত্রী নিজ নিজ দেশের মন্ত্রী, উচ্চপদস্থ কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন।

No description available.

এই আনুষ্ঠানিকতার পর রাজঘাটে, জাতির জনক মহাত্মা গান্ধীর সমাধিস্থলে শ্রদ্ধা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দু’দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে পৌঁছান প্রধানমন্ত্রী।