আফগানিস্তানকে হারিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। মাত্র ৫৬ রানে গুটিয়ে যাওয়া আফগানদের হারাতে মাত্র একটি উইকেট খরচ করে প্রোটিয়ারা। ৮ ওভার ৫ বলে ৯ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় দলটি।

বৈশ্বিক আসরে নিজেদের অষ্টম সেমিফাইনালে এসে এবার অপবাদ ঘুচাতে পারল দলটি। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার (২৭ জুন) টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আফগানিস্তানকে গুঁড়িয়ে দিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে উঠল দক্ষিণ আফ্রিকা।

এর আগে সেমিফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে দু:স্বপ্নের মতো কাটায় আফগানরা। মাত্র ৫৬ রানে আলআউট হয়ে যায় ক্রিকেটের নবীনতম দলটি। মার্কো জানসেন ও তাবরেজ শামসি আফগানদের ৩টি করে উইকেট তুলে নেন। কাগিসো রাবাদা ও অ্যানরিক নর্টজে দুটি উইকেট তুলে নিয়ে আফগানদের ম্যাচ থেকে ছিটকে দেয়।

রশিদখানের নেতৃত্বে প্রথমবারের মতো সেমিফাইনাল খেলছিলো আফগানরা। ফাইনালে যাওয়ার স্বপ্ন বুনেছিলো চমক দেখানো দলটি। তবে, সেমিফাইনালে আফ্রিকার বোলিং তোপে কোন ব্যাটারই নিজেকে মেলে ধরতে পারেনি।