ফিলিস্তিনের গাজায় বর্বর ইসরায়েলি হামলায় আরও ৪০ জন নিহত হয়েছেন। এতে উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৩৭ হাজার ৮৩০ ছাড়িয়ে গেছে। খবর বার্তাসংস্থা আনাদোলুর।

গত বছরের ৭ অক্টোবর হামাস নজিরবিহীন হামলা চালানোর পর থেকে চলা ইসরায়েলে হামলা চালিয়ে অঅসছে। এ পর্যন্ত প্রায় ৮৭ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

জাতিসংঘ জানিয়েছে, ক্রমবর্ধমান হামলার সাথে গ্রীষ্মের তাপমাত্রা বৃদ্ধি এবং আবর্জনার স্তূপ বেড়ে যাওয়ায় চরম মানবিক সংকটে গাজার বাসিন্দারা। প্লাস্টিকের চাদরের নিচে বসবাসকারী বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য কোনও স্যানিটেশন ব্যবস্থা নেই।

এদিকে, ইসরাইলের উগ্র ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ অধিকৃত পশ্চিম তীরে ১০ লাখ বসতি স্থাপনের প্রতিশ্র“তি দিয়েছে। বসতি সম্প্রসারণের ইসরাইলের এ সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে কাতার এবং আরব লীগ।

অন্যদিকে, সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে ইসরাইলি দূতাবাসের সামনে এক ব্যক্তির হামলায় দেশটির এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছে। শনিবার দূতাবাসের নিরাপত্তায় নিয়োজিত ওই কর্মকর্তাকে লক্ষ্য করে তীর ছোড়ে হামলাকারী। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে হামলাকারী নিহত হয়।

এছাড়াও, গাজায় বন্দিদের মুক্তি ও আগাম নির্বাচনের দাবিতে সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ইসরাইলের তেল আবিব। শনিবার হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে বিক্ষোভ করে। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। আটক করা হয় বেশ কয়েকজনকে।