পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, যে বিএনপির নেত্রী বলেছিলেন সাবমেরিন ক্যাবলে যুক্ত হলে দেশের সার্বভৌমত্ব নষ্ট হবে, সেই বিএনপি কানেক্টিভিটি’র মর্ম বোঝার কথা নয়। শুক্রবার ( ৫ জুলাই) বিকালে নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ আওয়ামী লীগের রংপুর বিভাগীয় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ভারতের সাথে কানেক্টিভিটি ও সমঝোতা স্মারক স্বাক্ষর নিয়ে বিএনপির সমালোচনাকে অবান্তর উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ইউরোপে কোনো সীমান্ত চৌকি নেই। সেখানে কি দেশগুলোর সার্বভৌমত্ব নষ্ট হয়ে গেছে? ভারতের ওপর দিয়ে আমরা নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি করছি, এতে কি ভারতের সার্বভৌমত্ব নষ্ট হয়ে গেছে? আমরা কানেক্টিভিটি বাড়ানোর জন্য ভারতের সাথে বিভিন্ন সমঝোতা করেছি। নেপালের সাথেও কানেক্টিভিটি হবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়া অসুস্থ হলে বিএনপি খুশি হয়; তখন তারা বলে বেগম খালেদা জিয়ার জীবন সংকটাপন্ন। বিদেশে পাঠানো ছাড়া কোন উপায় নেই। প্রতিবার দেখা যাচ্ছে দেশের চিকিৎসা নিয়ে ভালো হয়ে তিনি ঘরে ফিরে যাচ্ছেন। তারা বেগম খালেদা জিয়ার জন্য কতটুকু মায়া কন্না করেন সেটিই বড় প্রশ্ন।

সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতি মন্ডলির সদস্য শাহজাহান খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচ এম আশিকুর রহমান, সুজিত রায় নন্দী, নীলফামারী ২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নুরসহ আরো অনেকে।