প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা এক সময়ে বাংলাদেশকে নিয়ে তাচ্ছিল্য করেছিল তারা এখন বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে। তিনি আজ রবিবার (৭ই জুলাই) রাজধানীতে প্রেসিডেন্টস গার্ড রেজিমেন্টের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি। জাতির পিতার স্বপ্ন দারিদ্র ও ক্ষুধা মুক্ত বাংলাদেশ নির্মাণ করবো। বাংলাদেশকে আর কেউ পেছনে টানতে পারবে না। অপ্রতিরোধ্য গতিতে বাংলাদেশের অগ্রযাত্রা সবার সহযোগিতায় এগিয়ে নিয়ে যাব। শান্তিরক্ষা মিশনে যারা কর্মরত আছেন, তারাও বিশ্বের বিভিন্ন দেশে মানুষের হৃদয় জয় করে আনছেন।

শেখ হাসিনা বলেন, দীর্ঘদিন ক্ষমতায় থাকায় উন্নয়নের ধারা অব্যাহত আছে। আর্থ সামাজিক খাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হয়েছে বাংলাদেশ।

তিনি বলেন, দেশের সম্পদ অন্যের হাতে তুলে দিয়ে বঙ্গবন্ধুরকন্যা কখনও ক্ষমতায় যায়নি, আগামীতেও যেতে চাই না।