কক্সবাজারে ভারী বর্ষণ পাহাড় ধসে নারী ও শিশুসহ ২ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (১১ ই জুলাই) সকালে পৌরসভার দক্ষিণ রুমালিয়ার ছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন, কক্সবাজার শহরের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব পল্লনকাটায় মোহাম্মদ করিমের স্ত্রী জমিলা বেগম (৩০) ও ৭ নম্বর ওয়ার্ডের সিকদার বাজার এলাকায় সাইফুলের ছেলে মো. হাসান (১০)।
কক্সবাজার সদর ডাক্তার আশিকুর রহমান বলেন, কক্সবাজারে ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসে দুইজনের মৃত্যু হয়েছে। তার মধ্যে এক শিশু ও নারী রয়েছে। তাদের মরদেহ মর্গে রাখা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, কক্সবাজারে শহরের বেশ কয়েকটি এলাকায় পাহাড় ধসে এই পর্যন্ত দুইজনের মৃত্যু সংবাদ শুনেছি। এবং আর যেন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে তার জন্য পুলিশ প্রস্তুত আছে।