রাজধানী ঢাকায় আজ সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ১৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, পরবর্তী ছয় ঘণ্টাতেও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ শুক্রবার (১২ জুলাই) দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছে, মৌসুমি বায়ু শক্তিশালী হয়ে ওঠায় এই বৃষ্টি বেড়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার (১১ই জুলাই) আবহাওয়া অধিদপ্তর বৃষ্টির পূর্বাভাস দেয়।

ছুটির দিনের বৃষ্টিতে জনজীবনে স্বস্তি নিয়ে এলেও সঙ্গে রয়েছে নানা ভোগান্তি। বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক অলিগলিতে পানি জমে গেছে। কিছু সড়ক এমন যেখানে কোমর পর্যন্ত পানি হয়েছে। যারা প্রয়োজনে বের হয়েছে তারা পড়েছেন সীমাহীন ভোগান্তিতে।

একদিকে বৃষ্টি অন্যদিকে জলাবদ্ধতার ভোগান্তিতে পড়তে হয়েছে শ্রমিক, দিনমজুর ও ক্ষদ্র ব্যবসায়ীদের।