ঢাকা শহর শুধু পানিতে নয়, সরকার দুর্নীতি-লুটপাট করে পুরো দেশকেই তলিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (১২ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘৩১ দফা সংস্কার প্রস্তাব ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর’ শীর্ষক গণতন্ত্র মঞ্চের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
দেশের মালিকানা আওয়ামী লীগ সরকার জনগণের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ করেছেন খসরু।
বিএনপির ৩১ দফা জনগণের হৃদয় ছুঁতে পারেনি উল্লেখ করে এই নেতা বলেন, ‘৩১ দফা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তাদের বোঝাতে হবে শেখ হাসিনার সরকার চলে যাওয়ার পর জনগণের আকাঙ্ক্ষা পূরণ হবে। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তাবায়ন হবে।’
রাজধানীর জলযট ইস্যুতে তিনি বলেন, ‘শুধু ঢাকা নয়, দুর্নীতি আর লুটপাট করে পুরো দেশকে ডুবিয়ে দিয়েছে ক্ষমতাসীন সরকার।’
কোটার বিষয়ে আমীর খসরু বলেন, ‘মেধা ধ্বংস করে কোটা সমর্থন করে সরকার দেশকে যেভাবে চালাচ্ছে, তাতে করে দেশে মেধাশূন্য হয়ে যাবে।’
কোটা বিরোধী আন্দোলনকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এই আন্দোলনের পাশাপাশি ভোটাধিকার ফিরেয়ে আনতে শিক্ষার্থীদের আন্দোলন গড়ে তুলতে হবে।’